বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে,
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে,
হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়।
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার,
এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার,
এখানে শব্দ শুধু, এখানে শব্দ শুধু,
বিশ্ব মায়ের বুকের কথার।
এ কোন রণাঙ্গনের রক্তে ভেজা
সিক্ত প্রাণ তো নয়, সিক্ত প্রাণ তো নয়।
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে জন্ম কত শিল্প, কবি, সাহিত্যিকের?
এখানে জন্ম কত শিল্পী, কবি, সাহিত্যিকের?
এখানে পটভূমি, ও ও ও ও ও
এখানে পটভূমি, জ্ঞানী গুণী মনিষীদের।
এখানে থাকবে কেন আতঙ্ক আর
হঠাৎ মৃত্যুভয়, হঠাৎ মৃত্যুভয়?
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে,
এখানে জ্ঞানের আলোর মশাল জ্বেলে,
হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়।
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
বিদ্যালয়, মোদের বিদ্যালয়,
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়।
শিল্পীঃ সৈয়দ আবদুল হাদী ও রুনা লায়লা