Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > কষ্টের রাগিনী

কষ্টের রাগিনী


অসীম তরফদার

আমি কী এমন কথা বলেছি-
যা তোমার মনে কষ্ট দিতে পারে ?
আমি কি এমন কিছু করেছি-
যা তোমার চোখে জল আনতে পারে ?
সজনী, ও সজনী, খুলেই বলো না-
চোখের জলের ভাষা আমি বুঝতে পারি না।

তোমার মনে মেঘ জমলে সূর্য ঢাকে মুখ;
তোমার চোখে বৃষ্টি এলে ভিজে আমার বুক।
সজনী, ও সজনী, কেনো  বোঝো না-
তোমার চোখে জল যে আমি সইতে পারি না।

যদি পাও কষ্ট কোনো আমার কথায়-কাজে;
সেই কষ্টের রাগিনী যে আমার মনেও বাজে।
সজনী, ও সজনী, ভেবেই দেখো না-
মনের কথা রাখলে মনে লাভ তো হবে না।


সাহিত্য >> কবিতা