Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তুমি আসোনি বলে

তুমি আসোনি বলে


অসীম তরফদার

তুমি আসবে বলে আমার অঙন
সেজেছিলো কৃষ্ণচূড়ার লালে,
মনময়ূরী নেচে উঠেছিলো ধ্রপদী তালে;
পিপাসায় কাতর দুটি চোখ প্রহর গুনেছিলো
চাতকের মতন- বৃষ্টির প্রতীক্ষায়।
তবু আসোনি তুমি; তাই-
ভাসমান মেঘের আড়ালে
জোস্নাকে ঢেকে রাখলো ঐ বিরহিনী চাঁদ;
পুঞ্জিভূত মেঘ নিষ্ঠূর অভিমানে
উড়ে গেলো দূর পাহাড়ের দেশে-
এক ফোটা বৃষ্টি হলো না এই তৃষ্ণার্ত বুকে !

তুমি আসোনি বলে
আমার আকাশে আর সূর্য্য ওঠে না
মেঘের আরশিতে রঙধনু ছড়ায় না রঙ;
দিন কাটে কেবলই অন্ধকারে-
আর দুঃসহ নিঃসঙ্গতায়।


সাহিত্য >> কবিতা