Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > অন্য কোনোখানে

অন্য কোনোখানে


অসীম তরফদার

কিছুই ভালো লাগে না আজকাল
মন বসে না কাজে, কেমন অস্থির লাগে শুধু !
ঘন কুয়াশা ফিকে হয়ে গেলে
মাঘী পূর্ণিমার রাত স্তব্ধ-নিঝুম !
হঠাৎ সেলফোন বেজে ওঠে
আমি রিসিভ করে হ্যালো বলার আগেই
ও প্রান্ত থেকে কাবেরী বলে ওঠে-
বলো তো কী হয়েছে তোমার !
কল করলে রিসিভ করো না,
মেসেজ পাঠালে দাও না উত্তর;
কী এমন হয়েছে তোমার-
সবকিছু থেকে নিজেকে রেখেছো দূরে !
শুনেছি ইদানিং তুমি ভীষণ উদাসীন ;
ভুলতে কি পেরেছো নিজেই,
তবু আমাকে কেনো বলো !

কেনো যে এমন পাগলামী করে মেয়েটি !
আমার ধৈর্যের তো সীমা আছে ;
এভাবে দোলালে পাথরই গলে যায়
আর আমি তো মানুষ-
আমার ভেতর আছে প্রাণ, আছে নির্মোহ ভালোবাসা।
কাবেরী, সব জেনেও এমন কেনো করো !
কাবেরীর কণ্ঠে কান্না বেজে ওঠে-
এমন কেনো হলো ? ছিলো কী এমন দোষ ?
আমার তো পাওয়ার কথা ছিলো
তোমার পূর্ণিমা থেকে জোছ্না ভেজানো সুখ
বর্ষায় এতটুকু ছাউনি
শীতে হৃদয়ের পূর্ণ উষ্ণতা,
বসন্তে একটি লাল ফুল আর
গ্রীষ্মের খাঁ খাঁ দুপুরে এক টুকরো ছায়া।
তবু স্বপ্নগুলো হঠাৎ কেনো ফেরারী ?
সকালের কেতকীর বন
বিমর্ষ সন্ধ্যায় বিবর্ণ বিরান মাঠ !
যে চোখে থাকবার কথা ঝলমলে হাসি
সে চোখে কেনো মেঘ নেমে আসে,
থেমে থেমে বৃষ্টি হয়
ছলাৎ ছলাৎ জলে ঝাপসা হয় স্বপ্ন-সীমানা !

কাবেরী, আমার দেহেও দ্রোহ আছে, দাহ আছে
আছে সুপ্ত কামনার ঢেউ ;
আমার বুকেও প্রেম আছে, যন্ত্রণা আছে
আছে রাগ ক্ষোভ দুঃখ অভিমান,
আমার হৃদয় জুড়ে আকুতি আছে
আছে ভাঙা-গড়া, তৃষ্ণা, ক্রন্দন ;
আমার বুকেও জ্বলে কষ্টের অনল
পোড়ে বসত-বাড়ি, স্বপ্নের সবুজ মাঠ ;
প্রতিকূল স্রোতের টানে আমার বুকেও পাড় ভাঙে
পহাড়ে ঝর্ণা নামে, ফসলের মাঠ ভেসে যায়;
তবু তোমার ডাক শুনে হয়ে থাকি বধির
পাথরের মতো স্তব্ধ নির্বিকার ভাবলেশহীন !
আর দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর বাস্তবতায়
জোছ্নার ঢাল বেয়ে হেঁটে যাই আরণ্যক-অন্ধকারে।

কাবেরী, হয়ত এ জনমে নয়-
নয় এই পৃথিবীতে,
মৃত্যুহীন ভালোবাসার টানে
হয়তো আবার আমাদের দেখা হবে-অন্য কোনোখানে ;
মিলিত স্রোতের মোহনায় আসবে নতুন প্লাবন
একীভূত হৃদয়ের অঙ্গনে ফুটবে
গোলাপ, চাঁপা, হাসনাহেনা আর
অজস্র স্বপ্ন-কুসুম।


সাহিত্য >> কবিতা