তুই ক্লান্তু কেন হোস রে আমার মন
সবে তো তোর যাত্রা হলো শুরু,
এখনই মন হোস না উড়ু-উড়ু ।
হোস না উদাস, হোস না উচাটন ।
যে পথাখানি পাড়ি দিতে হবে
সে পথে তুই পা রেখেছিস সবে ।
পথ-চলার ক্লান্ত অনুভবে
তুই ওটাই স্মরণ রাখিস অনুখন ।
সঙ্গে চলার প্রতিশ্রুতি দলে
পথের সাথী যায় যদি যাক চলে
হতাশাতে ডুববি না তাই বলে ।
তুই পথে-পথেই পাবি আপনজন ।
তুই পথের কবি, পথেরই রতন ।