BD Trade Blogs
> Blogs > কবিতা > গোলাপ ফোটাবো

গোলাপ ফোটাবো


হুমায়ুন আজাদ

 

ওষ্ঠ বাড়িয়ে দাও গোলাপ ফোটাবো,

বঙ্কিম গ্রীবা মেলো ঝরনা ছোটাবো।

যুগল পাহাড়ে পাবো অমৃতের স্বাদ,

জ্ব’লে যাবে দুই ঠোঁটে একজোড়া চাঁদ।

সুন্দরীর নৌকো ঢুকাবো বঙ্গোপসাগরে,

অতলে ডুববো উত্তাল আশ্বিনের ঝড়ে।

শিউলির বোঁটা থেকে চুষে নেবো রস,

এখনো আমার প্রিয় আঠারো বয়স।

তোমার পুষ্পের কলি মধুমদগন্ধময়,

সেখানে বিন্দু বিন্দু জমে আমার হৃদয়।


সাহিত্য >> কবিতা