চারিদিকে ঘন অন্ধকার,
আকাশভরা মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে !
বোমা ফুটছে খইয়ের মতো,
দাউ দাউ করে আগুন জ্বলছে দূরে।
মাথার উপর বয়ে চলছে ঝড়, কালবৈশাখী;
শুনতে পাচ্ছি লোনাজলে জোয়ারের তোলপাড়
তুফানের দাপটে ফুলে ওঠা তরঙ্গের গোঙানী
সমুদ্রের হাঁক, যেনো ব্যাঘ্রের গর্জন-
ভয় পাচ্ছি ? কখন মৃত্যু এসে হানা দেবে !
অমাবস্যার মধ্যে
রাতে সৈকতে একা দাঁড়িয়ে-
তবে নিরস্ত্র নই, হাতে ষ্টেনগান-
সারা শরীর ফুটো, ভীষণ শীতল, ম্যাগজিন ভর্তি;
ট্রিগার টিপলেই বেরুবে গুলি বৃষ্টির মত।
অদূরেই ক্যাম্প, আমাদের হাজার হাজার সেনা
তবে কেনো ভয় করছি অনর্থক?
ওরা কি জানে না-
প্রয়োজনে আমরাও জোঁকের মতো
চুষে খেতে পারি ওদের সবটুকু রক্ত !
ওরা কি ভাবে না একবার-
আমরাও হিংস্র হতে পারি কোনঠাসা বিড়ালের মতো !
তবে বাঙালি জানে-
আকাশে যতই ঝড় উঠুক, যতই গর্জে উঠুক সাগর-
বাঙালি জয় করবেই মৃত্যুকে।
সবুজ শস্যের মাঠ ভিজিয়ে যে রক্তস্রোত
সমুদ্রে যাচ্ছে বয়ে-
সে রক্ত একদিন সূর্য হয়ে উঠবেই
বাংলার আকাশে।