Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > সমুদ্র সৈকতে একা

সমুদ্র সৈকতে একা


অসীম তরফদার

চারিদিকে ঘন অন্ধকার, আকাশভরা মেঘবিদ্যুৎ চমকাচ্ছে,
বোমা ফুটছে খইয়ের মতদাউ দাউ করে আগুন জ্বলছে
দূরে।মাথার উপর বয়ে চলছে ঝড়, কালবৈশাখীশুনতে পাচ্ছি
লোনাজলে, জোয়ারের তোলপাড়সমুদ্রের হাঁক, তুফানের
দাপটে ফুলে ওঠাতরঙ্গের গোঙানী, যেন ব্যাঘ্রের গর্জন-
ভয় পাচ্ছি!কখন মৃত্যু এসে হানা দেবে!অমাবস্যার মধ্যে
রাতে সৈকতে একা দাঁড়িয়ে-তবে নিরস্ত্র নই, হাতে
ষ্টেনগানসারা শরীর ফুটো, ভীষণ শীতল, ম্যাগজিন ভর্তি-
ট্রিগার টিপলেই বেরুবে গুলি বৃষ্টির মত
অদূরেই ক্যাম্প, আমাদের হাজার হাজার সেনাতবে কেন ভয়
করছি অনর্থক?
ওরা কি জানে না- প্রয়োজনে জোঁকের মতচুষে খেতে
পারি ওদের সবটুকু রক্ত!ওরা কি ভাবে না একবার-
আমরাও হিংস্র হতে পারি কোনঠাসা বিড়ালের মত!
তবে বাঙালি জানে-
আকাশে যতই ঝড় উঠুক, যতই গর্জে উঠুক
সাগরবাঙালি জয় করবেই মৃত্যুকে।সবুজ শস্যের মাঠ

ভিজিয়েযে রক্তস্রোত সমুদ্রে যাচ্ছে বয়ে-সে রক্ত একদিন
সূর্য হয়ে উঠবেই

বাংলার আকাশে।


সাহিত্য >> কবিতা