BD Trade Blogs
> Blogs > কবিতা > কোথায় পালালো সত্য

কোথায় পালালো সত্য


আসাদ চৌধুরী

কোথায় পালালো সত্য?

কবিতায় নেই, সঙ্গীতে নেই

রমণীর চারু ভঙ্গিতে নেই

পাগলের গাঢ় প্রলাপেও নেই

নাটকের কোন সংলাপে নেই

শাসনেও নেই, ভাষণে নেই

আঁধারেও নেই, আলোতেও নেই

রেখাতেও নেই, লেখাতেও নেই,

উত্তরে নেই, প্রশ্নেও নেই

লেবাসে নেই, সিলেবাসে নেই

পারমিটে নেই, বোনাসেও নেই

হতাশায় নেই, আশাতেও নেই

প্রেম-প্রীতি ভালবাসাতেও নেই

এমন কি কালোবাজারেও নেই

কোথায় গেলেন সত্য?


সাহিত্য >> কবিতা