শোনো শোনো মা, শোনো বোনেরা, শোনো গো বংগ ললনা
একটু খানি যদি হও সচেতন, স্তন ক্যান্সারে প্রাণ আর যাবে না ||
আবৃত্তি: সারা বিশ্বের মতো আমাদের দেশেও প্রতি বছর স্তন ক্যান্সারে প্রাণ হারায় অনেক সংখ্যক নারী। অথচ একটু সচেতন হলে এই অনাকাঙ্খিত মৃত্যুকে বেশির ভাগ ক্ষেত্রেই রোধ করা যায়।
সন্তান হলে পরে মা যদি করান স্তন পান শিশুকে
স্তন ক্যান্সার পালায় দূরে, বাড়িয়ে দেয় আয়ুকে
একটু ভাবি, সুস্থ থাকি, ভালোবাসি এই জীবনকে ||
আবৃত্তি: জন্মের পর দুই বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ পান করান। এ আপনার মাতৃত্বের গৌরব, নারীত্বের অহংকার ! বুকের দুধ পান করালে স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে যায়। নিজেকে ভালোবাসুন,নিজের জন্য বাঁচুন।
প্রতি মাসের ঋতুর শেষে নিজেই পরীক্ষা করো নিজেকে
শিখতে হলে চলে এসো, জিজ্ঞেস করে নাও ডাক্তারকে,
এসো শিখি, এসো জানি, জয় করি স্তন ক্যান্সারকে ||
আবৃত্তি: চিকিৎসকের থেকে জেনে নিজে নিজে নিয়মিত স্তন পরীক্ষা করুন। শুরুতে সনাক্ত হলে স্তন ক্যান্সার নিরাময় সহজ। স্তন ক্যানসারকে জয় করতে রোটারী ইন্টারন্যাশনাল সব সময় আছে সকল নারীর পাশে।