BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > জন্মদিনের শুভ কামনা

জন্মদিনের শুভ কামনা


অসীম তরফদার

জীবন ভরে উঠুক অপার সুখে
এ হাসি অটুট থাকুক ঐ চাঁদমুখে।
করি এই কামনা আজ এই শুভ দিনে 
আজ তোমার শুভ জন্মদিনে।।

সাগরের মত হও অগাধ, হোক আকাশের মত বিশাল মন
প্রকৃতির মত হও সুন্দর, কর্মে-গুণে হও অসাধারণ।
করি এই কামনা আজ এই শুভ দিনে 
আজ তোমার শুভ জন্মদিনে।।

চন্দনের মত হও শুদ্ধ, ছড়াও শান্তি তুমি ধূপের মতন 
হোক সুদীর্ঘ তোমার আয়ু, দিগ্বিজয়ী রূপে চিনুক ভূবন।
করি এই কামনা আজ এই শুভ দিনে 
আজ তোমার শুভ জন্মদিনে।।


সাহিত্য >> গান / লিরিক্স