Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > অস্থির সময়

অস্থির সময়


অসীম তরফদার

কি এক অস্থির সময়ের রথে ছুটে চলেছি
কি যে উন্মাদনায় !
ভেসে চলেছি- কি এক অন্ধ আবেগে
নির্বোধ স্রোতের টানে, উদ্ভট ক্ষিপ্রতায় !

চারিদিকে আজ শুধু অধৈর্য্য  বাতাস-
এখানে-সেখানে ওত পেতে থাকে হায়েনার দল,
ক্ষুধার্ত বাঘিনীর হুঙ্কারে প্রকম্পিত আকাশ-বাতাস !
সাপ আর কেউটেগুলো যখন-তখন
ফোঁশ করে ফনা তোলে,
অন্ধকারে ঘেউ ঘেউ করে নেড়ি কুকুরের দল,
মাঝ রাতে ডেকে ওঠে একদল ধূর্ত শেয়াল;
তর্জনে-গর্জনে সিংহিনী অবিচল রাজত্ব রক্ষায়।

ধর্মের ভালো-মন্দের ভার আজ আর
ধার্মিকের কাছে নয়- ধর্মান্ধের কাছে !
প্রেমিকের বুকে ছুঁড়ি মেরে ধর্ষক পেতে চায়
পতাকার সম্ভ্রমের অধিকার !
মাঝ রাতে দুঃস্বপ্নের বদলে ঘুম ভাঙ্গে
গুলি আর ককটেলের বিকট শব্দে ! 
দেশপ্রেম হেরে যায় ব্যক্তি-স্বার্থের কাছে !
কি এক অদ্ভুত সময়ের স্রোতে ভেসে চলেছি !
কি এক অস্থির সময়
অন্ধ আবেগ, উন্মাদনা !


সাহিত্য >> কবিতা