Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ

গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ


রবীন্দ্র নাথ ঠাকুর

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে।

ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।।

ওযে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে-

ওযে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন্‌ চুলায় রে।

ওযে কোন্‌ বাঁকে কী ধন দেখাবে, কোন্‌খানে কী দায় ঠেকাবে-

কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।


সাহিত্য >> গান / লিরিক্স