জানি একদিন আমাকে মনে পড়বেই,
ভাঙবেই তোমার ভুল।
যেদিন হৃদয়ের রক্তিম সূর্যখানি
ঢলে পড়বে পশ্চিমে,
হৃদয় আকাশে জমবে কালো মেঘ-
ঢেকে যাবে সহস্র তারকা,
জোছ্নার আলো, বাগানের ফুটন্ত ফুল-
সবকিছু নিঃশেষ হবে বিষাক্ত ছোবলে ;
সর্বস্ব হারিয়ে সেদিন
আমার কাছেই ছুটে আসবে।