এই মনটা কেনো আনচান করে স্বপ্ন দ্যাখে আঁখি
দিবা নিশি তোমায় নিয়ে কেনো এতো ভাবি
না জানি আমি, না জানো তুমি।।
একাকী প্রহরে বসে নিরালায় মনটা হারায় যদি স্বপ্নলোকে
প্রজাপতি এই মন ঘুরে ফিরে কেনো উড়ে চলে যায় তোমার বনে।
না জানি আমি, না জানো তুমি।।
বয়ে চলা এই যে নদী সাগর কেনো তারে ডাকে
কোথায় হারায় কার মনটা যে জীবন চলার কোন বাঁকে।
না জানি আমি, না জানো তুমি।।