Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ভালোবাসার শপথ

ভালোবাসার শপথ


ফারজানা সুলতানা

সূর্য তখন বিদায়ের প্রহর গুণছে,
বাতাসে শীতের আনাগোনা;
রিক্ত প্রকৃতির মাঝে বসে আছি আমরা দু’জন-
ভালোবাসার ঐশ্বর্য্যে পূর্ণ হয়ে।
শব্দহীন পৃথিবীর ইন্দ্রজাল ছিঁড়ে শুধালাম-
‘চুপ করে কেনো ? কিছু বলছো না যে !
আজ কি তোমার মন ভালো নেই ?”
ভাবনার সমুদ্রে অবগাহন শেষে অনিন্দ্য বলে উঠল
“ঠিক তা নয়; যখন অতীতটাকে ফিরে দেখি,
যখন চষে বেড়াই বর্তমানের বিস্তীর্ণ-জমিন
তখন নিজেকে কেমন একা একা লাগে !
কিংবা ধর, যখন ভবিষ্যতের সাদা ক্যানভাসে
চেষ্টা করি স্বপ্ন আঁকবার তখন বারবার স্বপ্নটা কেবল
ঝাপসা হয়ে যায়, শুধুই বিবর্ণ হয়ে যায়!
: কেনো নিঃসঙ্গ ভাবো নিজেকে ?
আমি আছি, আমার ভালোবাসা আছে-
এ সত্যটা কি তোমাকে ভরসা দিতে পারে না?
: সেখানেই তো ভাবনাগুলো গভীরে চলে যায়-
কিংবা হোঁচট খায়।
মাঝে মাঝে ভালোবাসার অস্তিত্ব অনুভব করি প্রকট ভাবে
আবার কখনো সেই ভালোবাসাকেই মনে হয় মরীচিকা !
: কিসের এত দ্বিধা তোমার, কিসের সংশয় !
কেনো এই অনর্থক ভাবনা ?
এই যে ঘাস ফড়িংয়ের মত নিরন্তর ছুটে চলেছি
বাড়িয়ে দিয়েছি মমত্বের হাত, বিছিয়ে রেখেছি সোহাগের
আঁচল-
এও কি তোমাকে আশ্বস্ত করতে পারে না !
আমার ভালোবাসা নিয়ে কোনো সন্দেহ, অনিন্দ্য ?

: চোখ বন্ধ করে বুকে হাত রাখোা-
সত্যি কি ভালোবাসো আমাকে- শুধুই আমাকে ?
আমার ভালোবাসা কি তোমাকে পূর্ণতা দেয় ?
ভরসা দেয় নিঃসঙ্গতায় ?
সূর্যের মতো আলো দেয়-যখন পথ হারাও সাদা কুয়াশায় !
: সারাদিন কাটে আমার কার ভাবনায় ?
কার প্রেমে কার ভালোবাসায় আমি মগ্ন হয়ে থাকি !
একাকী মুহূর্তে বুকে হাত রেখে অনুভব করি কার হৃদস্পন্দন?
আমার নিঃসঙ্গতায় কার ছায়া সঙ্গ দেয় সারাক্ষণ !
কুয়াশায় পথ হারানো আমি খুঁজি কার হাত
কার স্পর্শে অপূর্ণ আমি পূর্ণ হয়ে উঠি.....
প্রিয় অনিন্দ্য আমার, তুমি কি বোঝো আমাকে-
সারা দেহে, প্রাণে সারাক্ষণ খুঁজে ফিরি
তোমাকে, শুধুই তোমাকে।
: ভাবতে বড় ভালো লাগে,
স্বপ্ন দেখতে ভালো লাগে। ভালো লাগে
প্রজাপতির ডানায় ভর করে ভেসে বেড়াতে-
তোমার ভালোবাসাকে সঙ্গী করে।
সত্যি যদি তাই হয় তবে আমাতেই মগ্ন হয়ে থাকো-
পূর্ণ প্রাণে, বিশ্বাসে, ভালোবাসায়।
কিন্তু কখনও যদি এ ভালোবাসা মিথ্যে হয়ে যায়
তাহলে ভেবে নেব পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই
কিছু ছিলো না কোনোকালেই আর
থাকবেও না কোনোদিন !
: আর ভাবনা নয় অনিন্দ্য;
সব দ্বিধা ভুলে আবার আমরা
ডুবে যাই গভীর ভালোবাসায়;
স্বপ্ন দেখি ঘর বাঁধবার ভরা জোছনা রাতে,
যে রাতে আমরা ভেসে যাবো
উচ্ছাস ও আবেগে, সীমাহীন জোয়ারে।


সাহিত্য >> গান / লিরিক্স