Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > কষ্টের রাগিনী - ২

কষ্টের রাগিনী - ২


অসীম তরফদার

ফিরতে তবু হয়ে গেল কিছু দেরী;
অভিমানী মেঘেরা দল বেঁধে
জড়ো হয়েছে মাধবী লতার মুখে;
চোখে শ্রাবণ ধারা ঝড়ে পড়ার অপেক্ষায় !

অসংখ্য ভাবনা ঘূর্ণাবর্তে খড়কুটোর মত
অসহায় ভাবে ঘুরতে থাকে এলোমেলো।
গ্রিল ধরে দাঁড়িয়ে আসহায় ভাবে চেয়ে দেখি
অষ্টমীর মৃতপ্রায় জোসনা। 
ভাবি, সোহাগে-আদরে, কি আশ্চর্য মমতায়
মাধবী লতা জড়িয়ে রেখেছে আমাকে !

মাধবী লতার বুক চিরে বের হয়ে আসে
কষ্ট নিংড়ানো একটি দীর্ঘ নিঃশ্বাস !
বিষন্ন রাতের অবসন্ন প্রহরে তার অব্যক্ত ব্যথা
আমার বুকেও বেজে ওঠে কষ্টের রাগিনী হয়ে ।


সাহিত্য >> কবিতা