Skip to Content (Press Enter)
বসন্তে দেখা হলো দুজনে; ক’দিনেই দু’টি মন হলো একাকার।
গ্রীষ্মের আগমনেই এলো বিদায়ের ডাক; ক্ষণিকের স্মৃতিটুকু বুকে রেখে জমা, চলে যেতে হবে দূরে, বহুদূরে…
আবার কখনও দেখা হবে কি কোনোদিন, কোনো খানে?