আজও তোমায় ফিরে পেতে চায় মন,
তোমারই স্বপন আজও বুনে অনুক্ষণ॥
কোথায় আছো যে তুমি, জানি না ঠিকানা
সারাক্ষন খুঁজে ফিরি, মন তো মানে না।
কবে তুমি হবে বলো আমার আপন॥
বেদনা, বিরহ, অভিমান যত আছে,
সব ভুলে এসো তুমি আমারই কাছে।
হৃদয়ে রেখেছি পেতে তোমারই আসন॥