BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > আজও তোমাকে

আজও তোমাকে


অসীম তরফদার

আজও তোমায় ফিরে পেতে চায় মন,
তোমারই স্বপন আজও বুনে অনুক্ষণ॥

কোথায় আছো যে তুমি, জানি না ঠিকানা
সারাক্ষন খুঁজে ফিরি, মন তো মানে না।
কবে তুমি হবে বলো আমার আপন॥

বেদনা, বিরহ, অভিমান যত আছে,
সব ভুলে এসো তুমি আমারই কাছে।
হৃদয়ে রেখেছি পেতে তোমারই আসন॥


সাহিত্য >> গান / লিরিক্স