BD Trade Blogs
> Blogs > কবিতা > প্রত্যাশা

প্রত্যাশা


তসলিমা নাসরিন

কারুকে দিয়েছ অকাতরে সব ঢেলে

সেও অন্তত কিছু দেবে ভেবেছিলে।

অথচ ফক্কা, শূন্যতা নিয়ে একা

পড়ে থাকো আর দ্রুত সে পালায় দূরে

ভালবেসে কিছু প্রত্যাশা করা ভুল।

 

আলোকিত ঘর হারিয়ে ধরেছ অন্ধকারের খুঁটি

যারা যায় তারা হেসে চলে যায়, পেছনে দেখে না ফিরে।

তলা ঝেড়ে দিলে, যদিও জোটেনি কানাকড়ি কিছু হাতে

তুমি অভুক্ত, অথচ তোমার সম্পদ খায় তারা

যাদের বেসেছ নিংড়ে নিজেকে ভাল।

 

ঠকতেই হবে ভালবেসে যদি গোপনে কিছুর করো

প্রত্যাশা কোনও, এমনকি ভালবাসাও পাবার আশা।


সাহিত্য >> কবিতা