BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > একটাই কথা আছে বাংলা তে

একটাই কথা আছে বাংলা তে


Pulak Bandyopadhyay

একটাই কথা আছে বাংলা তে,
মুখ আর বুক বলে একসাথে,
সে হলো বন্দু—
বন্দু আমার বন্দু আমার।

কে গরিব কে আমির সে বুজে না,
জাতির বিচার করা সে যানে না।
সে হলো বন্দু–
বন্দু আমার বন্দু আমার,

দু হাতে মহর গিনি ছড়িয়ে গেলে,
এ জগতে দামি দামি কতো কি মেলে।
টাকায় যায় না কিনা বন্দু কোথাও,
সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে।
তুমি যে বন্দু বন্দু আমার,

একটাই কথা আছে বাংলা তে,
মুখ আর বুক বলে একসাথে,
সে হলো বন্দু—
বন্দু আমার বন্দু আমার।

এক মার গরভে তে জন্ম না হয়,
বন্দু কেবলই তোবউ নিজের ই যে ভাই।
রক্তের বাবধান তুচ্ছ যে তাই,
হৃদয়ের এতো মিল রয়ে গেছে যাতে।
তুমি যে বন্দু বন্দু আমার,

একটাই কথা আছে বাংলা তে,
মুখ আর বুক বলে একসাথে,
সে হলো বন্দু—
বন্দু আমার বন্দু আমার।


সাহিত্য >> গান / লিরিক্স