BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ফুলে ফুলে ঢলে ঢলে

ফুলে ফুলে ঢলে ঢলে


রবীন্দ্র নাথ ঠাকুর

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহূ কুহূ কুহূ গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়!

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহূ কুহূ কুহূ গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়!

ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে
কিবা মৃদু বায়


সাহিত্য >> গান / লিরিক্স