আবার নতুন করে মিলবো দুজন
ভালোবেসে এক হবে এক জোড়া মন
বহুদিন পরে এলো এই মধুক্ষণ
অভিমান ভাসিয়ে নিলো যে শ্রাবণ !
মধ্য দুপুরে কোনো কদম তলায়
ঝুম ঝুম বৃষ্টিতে ভিজে দুজনায়
অতীতের ধুলোটুকু চলো দেই ধুয়ে
স্বপ্নের স্বর্গটা আজ দেবো ছুঁয়ে।
টুপটাপ বৃষ্টি দেখো অবিরাম ঝরে
তুমি আমি শুধু যে একা এক ঘরে
মনে জাগে কামনা, প্রাণে দ্বিধা-ভয়
জানি না এই রাতে কি জানি কি হয়।