প্রতিটি মানুষ
নিজেকেই সবচেয়ে বেশী ভালোবাসে;
সম্ভবত আমিও তাই। কিন্তু
নিজের মতো করে তোমকে ভালোবেসে
নিজেকেই হারিয়ে ফেলেছি তোমাতে।
যেকোনো কাজে, চিন্তা-চেতনায়,
এমনকি প্রাত্যহিক জীবনের
খুঁটিনাটি সব কিছুতে
তুমি চলে আসো !
হৃদয়ের প্রতিটি কম্পনে,
ধমনীর প্রতিটি স্পন্দনে
আর রক্তের গতিতে
টের পাই তোমার অস্তিত্ব।
চোখ বন্ধ করে কিছু ভাবতে গেলে-
ওই মায়াবী মুখখানি ছাড়া
দেখি না কিছুই আর।
আমি যেনো এক বানভাসি মানুষ-
নির্ভরতার খরকুটো তুমি;
তোমাকে হারালে হয়তো
ডুবে যাবো অতল অন্ধকারে;
চাই না বাঁচতে একটি মুহূর্ত
তুমিহীন এই নিষ্ঠুর পৃথিবীতে একা।