জন্মগ্রাম, পিতৃপুরুষের ভিটেমাটি,
মেঠো পথ, সবুজ ঘাস, অবারিত ফসলের মাঠ,
সেই তাল পুকুরের শান-বাঁধানো ঘাট,
সরু সেই খাল, কাঁদা-মাটি-জল
আমাকে ভালোবেসেছিলো অগাধ;
আজও পারিনি দিতে তার এতটুকু প্রতিদান!
প্রিয় বিদ্যাপীঠ, সহপাঠী বন্ধু ও খেলার সাথীরা,
সেই মাঠ, বটগাছ, আর সেই ডুমুর গাছ-
যার ডালে উঠে ঝাঁপিয়ে পড়তাম বর্ষার জলে;
সবার কাছে আমার রয়েছে অফুরন্ত ঋণ!
একটি অশ্বথ গাছ দিয়েছে অকৃপণ স্নেহের ছায়া;
আজন্ম আগলে রেখেছে এক লক্ষ্মীপেঁচা।
একদিন বাগানে স্থলপদ্ম দেখে প্রেমে পরলাম;
শোধ করতে পারিনি অশ্বথ, লক্ষ্মীপেঁচা, পদ্ম আর
গোলাপের ভালোবাসার সেই ঋণ !
ওই কৃষ্ণচূড়া আজও স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে
প্রিয়তমার ভালোবাসার অশ্রু বিসর্জনের;
প্রতি ফোটা অশ্রুর কাছে, কৃষ্ণচূড়ার কাছে,
প্রেম ও প্রকৃতির কাছে আমার আজন্ম ঋণ!