BD Trade Blogs
> Blogs > কবিতা > শামুক

শামুক


হেলাল হাফিজ

‘অদ্ভুত, অদ্ভুত’ বলে

সমস্বরে চিৎকার করে উঠলেন কিছু লোক।

আমি নগরের জ্যেষ্ঠ শামুক

একবার একটু নড়েই নতুন ভঙ্গিতে ঠিক গুটিয়ে গেলাম,

জলে দ্রাঘিমা জুড়ে

যে রকম গুটানো ছিলাম,

ছিমছাম একা একা ভেতরে ছিলাম,

মানুষের কাছে এসে

নতুন মুদ্রায় আমি নির্জন হলাম,

একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম।


সাহিত্য >> কবিতা