- তোমার শহরে এখন বুঝি মধ্যরাত? নাকি মুগ্ধ সন্ধ্যা?
- আমার শহরে এখন সন্ধ্যা ছুঁই ছুঁই
- প্রাকসন্ধ্যায়
হঠাৎ জানতে ইচ্ছে করলো
কেমন আছিস তুই?
- বাহ! চমৎকার বললেন তো
একেবারে কবিতার ঢঙ্গে
- কখনো কখনো কবিতাই মূখ্য হয়ে ওঠে
বিশেষ করে যখন ডুবে থাকি
প্রণয়ের রঙে।
- কী করছেন? আমি চা পান করছি
- আমি চা পান করি না, চায়ের পরিবর্তে
আমার ইচ্ছে হয়
শীতের কুয়াশা ভেদ করে
কারো ঠোঁট পান করি।
- চা ঠোঁট শীত কুয়াশা ওম এগুলো জড়ো করে
খুব সুন্দর কবিতা হবে
আমি সেই কবিতাটি পড়বার জন্য
অপেক্ষায় রইলাম।
- আমার কবিতা পড়বার মত সময়
আপনার আছে?
- তাই মনে হয়? কবি কি জানে না
তার কবিতার জন্য
তরুণী কতটা উদগ্রীব হয়ে থাকে?
- আচ্ছা, কবিতার পরিবর্তে আজ তোমাকে
একটা গল্প বলি। একবার এক তরুণী
সমুদ্র সৈকতে ইচ্ছে করে তার
চুলের ক্লিপ ফেলে রেখে এসেছিল।
- তারপর?
- তার আর পর নাই। এটা একটা ছোট গল্প।
মানুষের জীবন তো ছোট ছোট অসংখ্য গল্পের সমাহার।
- আজ কী হয়েছে আপনার? কখনো
তুই, কখনো আপনি, কখনো তুমি !
- আজ নয়, কদিন ধরেই ভাবছি।
আপনার সাথে আমার সম্পর্কটা আজো
অনির্ণীত রয়ে গেছে।