BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > ভেঙে মোর ঘরের চাবি

ভেঙে মোর ঘরের চাবি


রবীন্দ্র নাথ ঠাকুর

ভেঙ্গে মোর ঘরের চাবি

ভেঙ্গে মোর ঘরের চাবি

নিয়ে যাবি কে আমারে (ও বন্ধু আমার)!

না পেয়ে তোমার দেখা, একা একা

দিন যে আমার কাটে না রে ।।

বুঝি গো রাত পোহালো, বুঝি ঐ রবির আলো

আভাসে দেখা দিলো গগন-পারে-

সমুখে ঐ হেরি পথ তোমার কি রথ

পৌঁছবে না মোর দূয়ারে ।।

আকাশের যত তারা চেয়ে হয় নিমেষহারা,

বসে রয় রাত-প্রভাতের পথের ধারে ।

তোমারি দেখা পেলে সকল ফেলে

ডুববে আলোক-পারাবারে ।।

প্রভাতের পথিক সবে এল কি কলরবে-

গেল কি গান গেয়ে ওই সারে সারে !

বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে

অরুণবীণার তারে তারে ।।


সাহিত্য >> গান / লিরিক্স