BD Trade Blogs
> Blogs > কবিতা > কবে জাগবে

কবে জাগবে


অসীম তরফদার

আমার মন ভালো নেই, নন্দিতা;
আজকাল ভালো থাকে না কখনোই-
শুধু দুঃস্বপ্ন দেখি, শুধু রক্তাক্ত হই
আর ভিজে যাই বেদনায়।
শুভ্র আকাশ বারবার ছেয়ে যায় বিবর্ণ মেঘে
বারবার থমকে দাঁড়ায় অগ্রগতির চাকা,
অপশাসনের সজোর বাতাসে
ঝরে পড়ে সত্ত্বার মুকুল আর মুছে যায়
আলোবন্ত আগামীর ঠিকানা।


এক লম্পট গোষ্ঠী আজও তৎপর
মধুরতর সম্প্রীতির বাঁধন বিনষ্ট করতে;
একদল র্ধূত শেয়াল ধর্মভীরুতার সুযোগ নিয়ে
অপব্যাখ্যায় বিভ্রান্ত করে সরল মানুষগুলোকে;
কিংবা চালিত করে অশুভ লক্ষ্যে, ভুল পথে।
দিক্ভ্রান্ত ধর্মান্ধেরা অধর্ম করে ধর্মের নামে;
কখনওবা গুপ্ত ঘাতক কেড়ে নেয় তরতাজা প্রাণ।


নন্দিতা, কবে জাগবে ওরা ?
কবে বুঝবে- মানুষের রক্তে ভেজা পথে হেঁটে
স্বর্গের দুয়ারে পৌঁছা যায় না কিছুতেই !


তুমি হয়ত ভাবো, আর কারও দুশ্চিন্তা হয় না 
কিংবা হয় না কষ্ট এতটুকু ! কিন্তু 
তুমিতো জানো না, নন্দিতা,সকলেই কষ্ট পায়;
চামড়ার চোখে হয়ত দেখতে পাই না সব,
বাইরে থেকে বুঝতে পারি না ভেতরের ভাঙচুর;
তবু তো এ হৃদয় লণ্ডভণ্ড হয় রক্তাক্ত ঝড়ে
নির্বিকার পুড়ে মরে হীরের আগুনে।


সাহিত্য >> কবিতা