BD Trade Blogs
> Blogs > কবিতা > পয়লা ফাল্গুন

পয়লা ফাল্গুন


অসীম তরফদার

চারিদিকে কোলাহল, হাসি গান অনন্ত 
ফুলের সুরভী নিয়ে এসে গেলো বসন্ত !
ব্যস্ততা যদিওবা বেড়ে গেছে  বহুগুন 
তবুও ভুলিনি আজ পয়লা ফাল্গুন !


সাহিত্য >> কবিতা