BD Trade Blogs
> Blogs > কবিতা > বেকার

বেকার


অসীম তরফদার

সোনালি রোদ ছড়ালো হাসি
মিষ্টি ভোরের বেলায় 
সবাই উঠে চলছে ছুটে 
নিত্য দিনের খেলায়।
ছুটলো পথে গাড়ির সারি
ব্যস্ত হলো শহর 
আমিই শুধু অলস শুয়ে
যাচ্ছি গুণে প্রহর।
এমন দিন আসবে কবে
পাবো কাজের খোঁজ
সবার মতো নিজের কাজে
আমিও যাবো রোজ।
অফিস থেকে অফিস ঘুরে 
চাকুরী খুঁজি, আজ
এটাই যেন ধ্যান আমার,
সবচে’ বড় কাজ।


সাহিত্য >> কবিতা