Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > কেনো আসো

কেনো আসো


অসীম তরফদার

আমি বেশ ভালো আছি, নীলাঞ্জনা;
বেঁচে আছি সবুজ গাছের সজীবতায়
আর মাধবীলতার অফুরাণ ভালোবাসায়।
স্বর্গীয় প্রেমের মহামিলনে
আমাদের ভালোবাসার ঘরে ফুটফুটে এক চাঁদ-
হাসে, খেলে আর ওড়ে স্বপ্ন-ডানায়।
এক যুগ আগের স্মৃতি অথবা তোমাকে
ভুলে গেছি, নয়তো ভুলে থাকি;
হৃৎপিন্ডের সেই নির্মম ক্ষত আর দুঃসহ যন্ত্রনা
ভুলে গেছি সে-ও
মাধবীলতার প্রেমাদের আর সোহাগী ছোঁয়ায়।

এর মাঝে দুঃস্বপ্নের মত সহসা কেনো আসো ছুটে
আর নাড়া দিয়ে যাও জীবনের মূল ধরে ?
কেনো আসো, নীলাঞ্জনা !
থেকে থেকে, বারে বারে, কেনো আসো
বাস্তবতার এই কন্টকিত অরণ্যের আঁচলে ?
তার চেয়ে না হয় ফুটে থাকো পদ্ম হয়ে
এই হৃদয়ের নির্জন জলাশয়ে।


সাহিত্য >> কবিতা