কোনো দিন আর ভাঙবে কি ভুল?
ফুটবে কি আবার প্রেমের মুকুল?
ভুল বুঝে অকারণে, মিথ্যে অভিমানে,
ঝড়ে গেলো ফুল।।
কাজের মাঝে তবু দিন কেটে যায়
রাত যেন কাটে না, জাগি নিরাশায়।
কি কারণে স্মৃতিগুলো, ভাসায় দুকূল।।
সূর্যের আলোতে রাত ভোর হয়
আমার এ আঁধার কি ফুরাবার নয়?
তোমাকে ভেবে তবু মন যে ব্যাকুল।।