ভুল করে যদি ভালোবেসে থাকি
ভুল গুলো সব ঝরে যাক
তোমার আমার প্রাণে মনে
ভালোবাসা টুকু বেঁচে থাক।
ভুল গুলো সব ঝরে যাক
ভালোবাসা টুকু বেঁচে থাক।।
হয়তো নই তোমার যোগ্য;
না জেনে, না বুঝে
ভালোবেসে ফেলেছি তোমাকে;
জড়িয়ে রাখবো ভালোবেসে তোমায়,
বন্ধু ভাবো যদি আমাকে।
কোনো প্রত্যাশা নাই, শুধু এ টুকুই চাই-
আমার অবুঝ ভালোবাসা
সঠিক পথের দিশা খুঁজে পাক।।
আমার প্রেমের মহারণ্যে
কতদিন কতকাল
পরেনি তোমার পদক্ষেপ;
টুকরো টুকরো সুখ-স্মৃতি গুলো
বাড়িয়ে দিয়েছে শুধু আক্ষেপ।
খুব বেশি চাওয়া নাই, শুধু এ টুকুই চাই-
আমার হৃদয়ে ফোটা ফুল
তোমার মনে সুগন্ধ ছড়াক।।