BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > যদি সুন্দর একটা মুখ পাইতাম

যদি সুন্দর একটা মুখ পাইতাম


Shah Alam Sarkar

যদি সুন্দর একটা মুখ পাইতাম
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাবাইতাম।।

এক দিন তারে কাছে পেলে
রসের পিড়িত শিখাইতাম
আমি রসের পিড়িত শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম।

নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসিরও ভিতর।

প্রেমের মালা দুটি হাতে তারই গলায় পরাইতাম
আমি তারই গলায় পরাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।

রসের কথা রসের পিড়িত যদি সে না জানে
দু’ চার কথা কইতাম তারে প্রেমের কারণে।

নর-নারীর সাধের পিড়িত
নর-নারীর রসের পিড়িত কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।।

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন


সাহিত্য >> গান / লিরিক্স