BD Trade Blogs
> Blogs > কবিতা > মাছি

মাছি


নির্মলেন্দু গুণ

একটি মাছি বুকের 'পরে
একটি মাছি নাকে,
একটি মাছি আমাকে চেনে
একটি চেনে তাকে।

আমাকে চেনে,তাকেও চেনে
সেই মাছিটি কই?
নাকেও নেই, বুকেও নেই
চোখের জলে ঐ।


সাহিত্য >> কবিতা