Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়


Gauri Prasanna Mazumdar

এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিম পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে।

আমলকি পেয়ালের কুঞ্জে,
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে,
বুঝি সেই সুরে আমারে বরালেগো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

বাতাসের কথা সে তো কথা নয়,
রূপ কথা ঝরে তার বাঁশিতে,
আমাদেরও মুখে কোন কথা নেই,
শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে।

কিছু পরে দূরে তারা জ্বলবে,
হয়তো তখন তুমি বলবে,
জানি মালা কেন গলে পরালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

কোন রক্তিমা পলাশের স্বপ্ন,
মোর অন্তরে ছড়ালে গো বন্ধু,
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়,
একি বন্ধনে জড়ালে গো বন্ধু।

Singer:Geeta Dutt


সাহিত্য >> গান / লিরিক্স