BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > এসো আজ নতুন করে

এসো আজ নতুন করে


অসীম তরফদার

এসো আজ নতুন করে হৃদয়ে হৃদয় বাঁধি
নতুন করে এসো স্বপ্ন দেখি;
শুধু ভালোবাসি॥

হয়ত তখন কিছু ভুল হয়েছিলো
কিছু ভুল ছিলো তো আমারও।
অনুতাপে এই মন পুড়েছিল
জলে ভিজেছিলো এই নয়নও॥

দূরে থেকে কিছু দিন বুঝেছি 
এ জীবনে তুমি কতো খানি।
যাবো না তো দূরে আর কোনোদিন
তোমার এ হাত খানি ছাড়ি॥


সাহিত্য >> গান / লিরিক্স