BD Trade Blogs
> Blogs > কবিতা > ফিরে আসা হবে না

ফিরে আসা হবে না


অসীম তরফদার

আর ফিরে আসা হবে না;
এই পথ, এই মাঠ, এই বিদ্যাপীঠে
হয়তো আর ফিরে আসা হবে না।
সামনের সিঁড়ি বেয়ে যদি পাই আলো
যদি পাই নতুন পথের সন্ধান-
সেই পথ ধরেই এগিয়ে যাবো অনন্ত কাল।

তোমাদের কথা, আর
স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকা
এই বিদ্যাপীঠের স্মৃতি লিখে রাখবো
স্মৃতির পাতায়, আজীবন।
এই পথ, এই মাঠ, এই বিদ্যাপীঠে
হয়তো আর ফিরে আসা হবে না।
আজ তবে বিদায় !


সাহিত্য >> কবিতা