আমার আর ফিরে আসা হবে না ;
উপরে ওঠার একটা সিঁড়ি খুঁজবো আমি
তোমাদের কথা লিখে রাখবো স্মৃতির পাতায়
সারাটা জীবন ;
এই পথ, এই মাঠ, এই বিদ্যাপীঠে
আমি আর ফিরে আসবো না।
স্তম্ভের মত দাঁড়িয়ে থাকা
এই বিদ্যাপীঠের কথা বুকে লালন করে
সিঁড়ি বেয়ে উঠে যাবো উপরে।
কাক্সিক্ষত সিঁড়ি বেয়ে উপরে উঠে
যদি পাই আলো, পাই পথের সন্ধান-
সেই পথ ধরে এগিয়ে যাবো অনন্ত কাল।
তখন স্মরণ করবো তোমাদের
আর এই স্তম্ভকে সন্তর্পণে মনে মনে ;
আজ তবে বিদায় !