একই নগরে যদিও বসবাস,
একই সূর্যের আলোয় হয় ভোর,
রাতের প্রহরে ভিজি একই জোৎস্নায়;
তোমার আমার মাঝে তবুও
এক সমুদ্রের ব্যবধান !
তোমার কুল ছুঁয়ে নীল ঢেউ
আছড়ে পরে আমার সৈকতে,
তোমার মন দুলিয়ে, আঁচল উড়িয়ে
খেয়ালি বাতাস সবেগে ছুটে আসে
আমার বিষণ্ণ জানালায়;
সেই বাতাসে স্পষ্ট ভীষণ অনুভব করি
তোমার শরীরের সেই নিজস্ব গন্ধ;
আজও তবু তোমার আমার মাঝে
এক আকাশ ব্যবধান !