কথা ছিলো শনির দশা কেটে যাবে
রবি, বুধ ভালো, থাকবে বৃহস্পতি তুঙ্গে
শুধু মঙ্গল এসে পাকাবে কিছুটা ঝামেলা !
জ্যোতিষীর গণনায় ভুল হয়েছিলো।
মঙ্গল এসেছে ঠিকই, সাথে রাহু কেতু;
তবে কাটেনি শনির দশা।
ভেতরে-বাইরে কেবল ভাঙ্গন;
কেবলি হতাশা !
নদী ভাঙে কুল, ঝড়ে ভাঙে ঘর
দুঃস্বপ্নে ভাঙে ঘুম; শুকনো পাতার মতো
পেনসিল হিলের চাপে স্বপ্ন ভাঙে মর্মর !
তোমার অবিবেচক কথায় ভাঙে মন
হাড় ভাঙে অভিমানে, আর
অবহেলায় ভাঙে আমার বুকের পাঁজর।