BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > প্লিজ নিজের খেয়াল রেখো

প্লিজ নিজের খেয়াল রেখো


তুষার হাসান

কেন এতদিন পরে,

আজ তোমায় মনে পরে ,

আমি কাঁদি নতুন করে,

সে তোমার ছবি ধরে। (২ বার)

আমার লাগছে যে অসহায়,

একলা এই না ঘরে,

তুমি রেশমি বিছানায়,

ডুবে আছ কার আদরে। (২ বার

হুম হুম হুম হুম

আজ তুমি রাতের তারা,

তবু আমি আলো হারা,

তোমায় দেয়কে পাহাড়া,

আমি দূরে দিশে হারা। (২ বার)

আমায় হয়না ছোয়া তোমার,

স্বপ্ন কিনার ধরে,

তুমি নতুন ঠিকানায়,

সুখ খোঁজ কার গভীরে। (২ বার)

আজ বলব কি যে তোমায়,

তুমি অনেক ভাল থেক,

আমি আমার মত না হয়,

প্লিজ নিজের খেয়াল রেখো। (২ বার)

অনেক ভাল থেক

প্লিজ নিজের খেয়াল রেখো

নিজের খেয়াল রেখো


সাহিত্য >> গান / লিরিক্স