BD Trade Blogs
> Blogs > কবিতা > রাখাল

রাখাল


সুনীল গঙ্গোপাধ্যায়

লাল ও সবুজ আলোর মধ্যে অন্তকাল

আমি ডাইনে তাকাই পিছনে ফিরে অন্ধকার গলিতে

অনন্তকাল পিছনে নয়, ডাকদিকে নয়, সবুজ ও লাল-

সুখের মতো ভূবিস্তৃত, ঊরুদ্বয়ে শোকের মতো, দৃষ্টি থেকে ঘুমের মতো

পেরিয়ে যাই, কুসুম এবং ফলের কাছে বীজের মতো

দীক্ষা নিতে,

মৃত্যু থেকে সঙ্গোপনে শুন্য ঘরে, দ্রাক্ষাবনের

ছঅই বাতাস, জ্ঞানী মাথার খুলী, নদীর ভাঙ্গা পাড়ের শুকনো পাতা-

পেরিয়ে যাই মাঝরাতের পাঠশালার হাজার চোখ, ধূসর খাতা,

পেরিয়ে যাই ভূমিকম্প, সূচের সরুগর্ত দিয়ে অনন্তকাল

রেশমী প্যান্ট, কোমরবন্ধ, হাতে চুরুট; তবু আমায় বলো, ‘রাখাল’।।


সাহিত্য >> কবিতা