জোস্না মাখা রাত্রির শরীর অথবা
তোমার স্নিগ্ধতা ছুঁয়ে
ভুলে যেতে পারি খরদুপুরের ক্লান্তি।
হৃদয়ের প্রান্তরময় বেদনার বিক্ষিপ্ত দাগগুলো
নির্বিঘ্নে মুছে ফেলতে পারি
ভোরের শুভ্রতা নয়তো
তোমার লীলাময়ী হাসির মাধুর্যে।
চোখ রেখে তোমার ঐ ডাগর দুটি চোখের তারায়
কিংবা আকাশের অনন্ত সীমায়
আমিও স্বপ্ন বাউল হয়ে
প্রণয়ের সুর তুলতে পারি সাধের একতারায়
অথবা মাছেদের মতো
বুুদবুদ ছেড়ে ছেড়ে আর জলের গভীরতা মেপে মেপে
স্বপ্ন সলীলের অতল হতে
কুড়িয়ে আনতে পারি স্বপ্নের নুড়ি আর
তোমার ভালোবাসা।