Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > তুমি এলে বলে

তুমি এলে বলে


অসীম তরফদার

যখন তুমি ছিলে না
আমার হৃদয় তখন ছিল তৃষিত মরু;
ছিল না কোন ফুল, পাখি বা গান !
তোমার হাসি দেখার আগে বুঝিনি
পূর্ণিমা রাত কতোটা স্নিগ্ধ।
তোমাকে স্পর্শের আগে ছিলাম আত্নবিশ্বাসহীন
জীবন ছিল উদ্দেশ্যহীন, একগুয়ে;
দিনগুলো ছিল বড্ড নীরস, ছন্দহীন, গতিহীন।

যখন তুমি এলে- হৃদয় মরুতে বৃষ্টি এলো,
বসন্ত বাতাসে গন্ধ ছড়ালো ফুলেরা
পাখিরা গানে গানে মাতালো চারদিক!
তুমি এলে বলেই জীবন আজ স্বপ্নময়, বেগবান;
আমি হয়ে উঠলাম সবচেয়ে সাহসী মানুষ; 
তুমি এলে বলেই আজ আমি পরিপূর্ণ-
সুখ-আনন্দে, মধুর-বেদনায় !


সাহিত্য >> কবিতা