BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > কোন বা পথে নিতাইগঞ্জ যাই

কোন বা পথে নিতাইগঞ্জ যাই


কাঙালিনী সুফিয়া

ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো

ঘুমাইয়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো

জেগে দেখি বেলা নাই, বেলা নাই

কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 

ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো

জেগে দেখি বেলা নাই, বেলা নাই

কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 

নিতাইগঞ্জ করবো বাসা

মনে ছিলো দারুন আশা গো

আরে, নিতাইগঞ্জ করবো বাসা

মনে ছিলো দারুন আশা গো

 

এবার ছয় ডাকাতে চুক্তি করে

ছয় ডাকাতে চুক্তি করে

আশার মুখে দিলো ছাই, দিলো ছাই

কোন বা পথে নিতাইগঞ্জে যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 

নিতাইগঞ্জ যাবার আশে

দাঁড়ায় আছি রাস্তার পাশে গো

আরে, নিতাইগঞ্জ যাবার আশে

দাঁড়ায় আছি রাস্তার পাশে গো

 

 

আরে, গাড়িতে চড়বো, টিকিট কাটবো

গাড়িতে চড়বো, টিকিট কাটবো

ভক্তি মাসুল কিছু নাই, কিছু নাই

কোন বা পথে নিতাইগঞ্জে যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 

নিতাইগঞ্জ ডাইনে রেখে

সাধের নৌকা দিলাম ছেড়ে গো

আরে, নিতাইগঞ্জ ডাইনে রেখে

সাধের নৌকা দিলাম ছেড়ে গো

 

এবার নিতাইগঞ্জ বামে রেখে

নিতাইগঞ্জ বামে রেখে

ঢাকার গাঙে নাও ডুবাই, নাও ডুবাই

কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 

ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো

ঘুমাইয়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো

জেগে দেখি বেলা নাই, বেলা নাই

কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

ও বন্ধু রে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই?

 


সাহিত্য >> গান / লিরিক্স