কেনো প্রেমের পথে চলতে গেলে রক্ত ঝড়ে আঘাতে?
কেনো ভালোবাসা চাইতে গেলে ভাঙে এ মন আঘাতে?
তবে কি প্রেম জীবনে আসে বিরহ-স্রোতে ভাসাতে।।
তুলতে গেলে ফুল কেনো বলো- কাঁটা ফুটে দু’হাতে?
স্মৃতিগুলো কেনো কাঁদায় শুধু ঘুমহীন প্রতি রাতে?
কেনো মন তবু চায় ভালোবেসে এ জীবন রাঙাতে।।
মেঘে কেনো লুকায় চাঁদ জোছনা চাইলে পূর্ণিমাতে?
প্রেমের বদলে প্রেম চাইলে মন কেনো ভাঙে আঘাতে?
কেনো মন তবু চায় তোমাকে নিয়ে স্বপন সাজাতে।।