Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > কবিতা > আত্মকেন্দ্রিক স্বপ্ন

আত্মকেন্দ্রিক স্বপ্ন


নির্মলেন্দু গুণ

প্রাণে জ্বলে ওঠে গগনচুম্বী

বাসনা ঢেউ,

তোমাকে পাবে না পরান ভরিয়া

আমি ছাড়া কেউ ।

 

তাই বুঝি এই ঘটনাটি কত

ধ্রুব, অবশ্য;

আমাকেও দ্রুত হতে হবে জানি

দৃঢ়, স্ববশ্য ।

 

আমি চলে যাব পার হয়ে নদী

থামব না মোটে,

দেখবে তোমার আকাশে তখন

কত তারা ফোটে-

হলুদ-সবুজ, কালো-লাল সব

প্রীতি-নমস্য ।


সাহিত্য >> কবিতা