নববর্ষ, শুভ নববর্ষ !
হলো আজ নতুন বছরের সূচনা;
সবাইকে জানাই নতুন দিনের শুভ কামনা॥
বিশ্ব ভরে যাক নতুন গানে
খুশির রঙ ছড়াক প্রাণে প্রাণে।
নতুন সূর্য হোক নব হৃদয়ে আগামী দিনের প্রেরণা॥
আজকে খুশির এই ঝর্ণাধারায় মনেতে নতুন এক সুর;
যত ব্যথা, জরা, দুঃখ, গ্লানি আজকে হয়ে যাক দূর।
হাতে হাত রেখে মাটির টানে
দেশকে গড়ার পণ করি এ প্রাণে।
নতুন বছরে যেনো হয় পূরণ সবার মনের যত বাসনা॥