BD Trade Blogs
> Blogs > কবিতা > রাডার

রাডার


হেলাল হাফিজ

একটা কিছু করুন।

 

এভাবে আর কদিন চলে দিন ফুরালে হাসবে লোকে

দুঃসময়ে আপনি কিছু বলুন

একটা কিছু করুন।

 

চতুর্দিকে ভালোবাসার দারুণ আকাল

খেলছে সবাই বেসুর-বেতাল

কালো-কঠিন-মর্মান্তিক নষ্ট খেলা,

আত্মঘাতী অবহেলো নগর ও গ্রাম গেরস্থালি

বনভূমি পাখপাখালি সব পোড়াবে,

সময় বড়ো দ্রুত যাচ্ছে

ভাল্লাগে না ভাবটা ছেড়ে সত্যি এবার উঠুন

একটা কিছু করুন।

 

দিন থাকে না দিন তো যাবেই

প্রেমিক যারা পথ তো পাবেই

একটা কিছু সন্নিকটে, আত বাড়িয়ে ধরুন

দোহাই লাগে একটা কিছু করুন।


সাহিত্য >> কবিতা