Choose your product from the mega showcase from thousands of sellers
BD Trade Blogs
> Blogs > গান / লিরিক্স > জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি


শওকত ওসমান

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

সবকিছু ভুলে যেন করিলেম দেন

তুমিও তো বেশ আছ,ভালোই আছ,

কবিতায় পড়া সেই বনলতা সেন(হায়)।।

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।

টানা টানা চোখে কালি পড়েনি কোন,

হাসলেও গালে টোল পড়ে এখনও।।

কি জাদু জানো তা বিধাতা জানেন

কবিতায় পড়া সেই বনলতা সেন

হায় জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।

পরিপাটি বেশবাস তেমনি আছে,

ঘটনার কোন রেশ নেইতো কাছে।।

এভাবে সবাই কি থাকতে পারেন ?

কবিতায় পড়া সেই বনলতা সেন।

জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি

সবকিছু ভুলে যেন করিলেম দেন

তুমিও তো বেশ আছ,ভালোই আছ,

কবিতায় পড়া সেই বনলতা সেন

হায় জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি।

শিল্পী-নিয়াজ মোহাম্মদ চৌধুরী


সাহিত্য >> গান / লিরিক্স